২ হাজার ২৮০ লিটার চোরাই জ্বালানি তেলসহ ২ চোর আটক

ইপিজেড এলাকা থেকে ২ হাজার ২৮০ লিটার চোরাই জ্বালানি তেলসহ ২ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৭। তারা হলেন- মো. শরীফ (২৮) ও মো. জাহিদ রানা (২৮)।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চোরাকারবারিরা ইপিজেড এলাকায় অবৈধ উপায়ে বেচাকেনার জন্য চোরাই জ্বালানি তেল মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়।

তাদের দেখানোমতে নিজ দখলে থাকা ১২টি ড্রাম থেকে চোরাই ২ হাজার ২৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে ডিজেল মজুদ এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কমদামে পাইকারি ও খুচরা বিক্রি করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইপিজেড থানায় আসামি, জব্দ করা ডিজেল হস্তান্তর করা হয়েছে।