Xiaomi এবার 200W HyperCharge ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে হাজির

Xiaomi এবার 200W HyperCharge ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে হাজির হল। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, এই নয়া প্রযুক্তি 4,000mAh ব্যাটারি মাত্র 8 মিনিটেরও কম সময়ে ফুল চার্জ করে দিতে পারবে। পাশাপাশিই কোম্পানি একটি 120W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়েও হাজির হয়েছে। এই একই ক্যাপাসিটির ব্যাটারি অর্থাৎ 4,000mAh ব্যাটারি 15 মিনিটের মধ্যেই চার্জ করে দিতে পারে 120W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি, কোম্পানির দাবি ঠিক এমনই। পাশাপাশিই আবার সংস্থা আরও জানিয়েছে, ওয়্যার্ড এবং ওয়্যারলেস এই দুই চার্জিং প্রযুক্তি সারা বিশ্বে রেকর্ড করেছে।

কে কত ফিচার্স ও স্পেসিফিকেশনস দিয়ে, কত কম দামে স্মার্টফোন লঞ্চ করতে পারে, সেই লড়াই এখন অতীত। সেই জায়গায় চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে এখন ডিভাইসের চার্জিং স্পিড এবং ক্যাপাসিটি নিয়ে দ্বৈরথ। আর এ কথা অস্বীকার করার উপায় নেই যে, এই বিষয়ে Xiaomi-ই এই মুহূর্তে মার্কেট দাপাচ্ছে।