চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রশিবিরের কর্মী সন্দেহে সাবেক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষক নিয়োগের পরীক্ষায় সাক্ষাৎকার দিতে গিয়ে ওই শিক্ষার্থী মারধরের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সামনে থেকে চবির কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে এমদাদুল হক নামে ওই সাবেক শিক্ষার্থীকে মারধরের কথা শুনেছেন বলে জানিয়েছেন চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান।
মারধরের শিকার এমদাদুল হক ২০০৮-০৯ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)-এর কর্মীরা তাকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।