রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন” এর শুভ উদ্বোধন

“দৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন-আমরা মানবতার কল্যাণে অঙ্গিকারবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন “রঙিন ঘুড়ি ফাউন্ডেশন। মূলত চট্টগ্রামে বসবাসরত কর্পোরেট জগতের কয়েকজন সমমনা ও মানবতাবাদী বন্ধুমহলের ইতিবাচক মনোভাবের ফসল এ সংগঠনটি। নগরীর খুলশী থানাধীন ইলমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সংগঠনের পথ চলা শুরু হয়েছে। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমুখী সংগঠন। সম্পূর্ণভাবে নিজেদের সম্মিলিত প্রচেষ্টা, ঐকান্তিক সহযোগীতা ও আর্থিক যোগানের মাধ্যমে নগরীর আনাচকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দূস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণ ও আলোকিত সমাজ বির্নিমানে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে মানবতার জয় নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উদ্যোক্তা ও আহ্বয়ক কমিটির সভাপতি মো. মাসুদ আলম চৌধুরী। মো. আফাজ উদ্দিন আসিফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা , উপদেষ্টা এ এস আব্দুল গাফ্ফার মিয়জী, যুগ্ম-আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আসিফ, মো. শফিকুল ইসলাম বাবু, মো. মিজানুর রহমান, মো. রাশেদূল করিম রাশেদ প্রমুখ।