‘‘স্বাধীনতা সংগ্রামে মাওলানা ভাসানীর অবদান অবিস্মরীয়”

ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রামের এক বর্ধিত সভা আজ ২৩ মার্চ শনিবার বিকালে লাভ লেইনস্থ সিএমইউজে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার আহবায়ক এডভোকেট কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান আলোচক ছিলেন, ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রিয় কমিটির মহাসচিব, প্রখ্যাত রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা জননেতা শেখ রফিকুল ইসলাম বাবলু। আলোচনায় অংশগ্রহণ করেন, পরিষদ নেতা ইঞ্জিনিয়ার ফরিদ খান, নুরুল হুদা, শহীদুল ইসলাম বাদল, মোঃ সেলিম নূর, এডভোকেট ইয়াছির , হাশেম শরীফি , এডভোকেট শওকত, এডভোকেট রিটন গুহ, এডভোকেট আবদুল মালেক, মোজাম্মেল, আখি সুলতানা, সরোয়ার আলম, গিয়াস উদ্দিন চৌধুরী ও শাহবাজউদ্দিন বাবু প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রিয় কমিটির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, মার্চ মাস স্বাধীনতার মাস। জাতি এ মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে। তিনি এদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান অবিস্মরনীয় উল্লেখ করে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে ভাসানীর মতো একজন মজলুম জননেতা বেশী বেশী প্রয়োজন। সভাপতির বক্তব্যে এডভোকেট কবির চৌধুরী বলেন-মাওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি নাম, একটি ইতিহাস। আজীবন তিনি শ্রমজীবি-মেহনতি মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিতকরন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর মতো নেতা বর্তমানে বিরল। সভায় সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার ফরিদ খানকে আহবায়ক, মোঃ সেলিম নুর, জিয়া উদ্দিন বাবলু, এডভোকেট মোঃ ইয়াছির, মোঃ আলী, সৈয়দুল আলমকে যুগ্ম আহবায়ক এবং মোজাম্মেল হককে সদস্য সচিব ও আখি সুলতানাকে যুগ্ম সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রামের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।