চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ছাত্র পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এম এম এইচ হৃদয় নামের ওই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রায় দুই ঘণ্টা হাটহাজারী-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখেন। এসময় তারা টায়ার পুড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন চবি শিক্ষার্থীরা।চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ছাত্র আহত হওয়ার পর বিক্ষোভ করেন সহপাঠিরা। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।