কাপ্তাইয়ে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বুধবার (২০ মার্চ)
উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা রেস্ট হাউস,ও উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্টিত হয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। দেশাত্ববোধক,রবীন্দ্র­সংগীত,নজরুল সংগীত,জারি গান,নৃত্য, হাম-নাত,কেরাত,উপস্থিত অভিনয়,অাবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে এ প্রতিযযোগিতায়। এর অাগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, মহিলা কর্মকর্তা সিথি চাকমা, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্হিত ছিলেন। মাধ্যমিক পর্যায়ে কাপ্তাই নৌ- বাহিনী স্কুল এবং কলেজ পর্যায়ে কর্নফুলি সরকারি কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহে সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগে শ্রেষ্টত্ব অর্জন করে।