সড়ক নিরাপত্তায় করণীয় নিয়ে সাতকানিয়া পৌরসভায় ডেমোক্রসি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ফেলো এলামনাই এসোসিয়েশন চট্টগ্রাম এর আয়োজনে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ই মার্চ বিকাল ৪ টায় সাতকানিয়া পৌরসভা হল রুমে ডিআই চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সাবেক পলিটিক্যাল ফেলো প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক আইয়ুব চৌধুরী, প্যানেল মেয়র এ কে এম মোরশেদ, কাউন্সিলর নেচার উদ্দিন, মোহাম্মদ সাইফুল আলম সোহেল, ডি আই নারী জয়ে সবার জয় এর সদস্য জান্নাতুল নাইম রিকু, এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক শংকর কান্তি দাশ, জিএনজি চালক সমিতির সভাপতি আবুল কাশেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল আলম সুমন, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল গণি, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, ডিআই চট্টগ্রামের প্রোগ্রাম এসিস্টেন্ট নুর ই জান্নাত, অফিস এসিস্টেন্ট আবুল হাসান রনি প্রমুখ। বৈঠকে বক্তারা বলেন সড়কে বেপরোয়া গাড়ি চালানো বিপরীতমুখী গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ী চালানো, সড়ক দর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে অন্যতম। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং প্রশাসনকে সঠিক দৃষ্টি দিতে হবে। অধিকাংশ মোটর সাইকেল ব্যবহারকারীর ড্রাইভিং লাইসেন্স নেই। প্রশাসনকে শক্ত অবস্থানে গিয়ে প্রতিরোধ করতে হবে।