হালদা ও সংযুক্ত খালে দূষণ : জীববৈচিত্র্য হুমকিতে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী । হালদা নদীতে প্রতি বৎসর চৈত্র মাস থেকে শ্রাবন মাস পর্যন্ত সময়ে রুই, কাতালা, মৃগেল, কালিবাউশ মাছ ডিম ছাড়ে।

হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার পর ডিম সংগ্রহকারীরা নদী থেকে নৌকা ওজাল দিয়ে ডিম সংগ্রহ করে। নদী থেকে ডিম সংগ্রহ করার পর ডিম সংগ্রহকারীরা ডিম থেকে রেনু ফুটিয়ে রেনু মাছ চাষী ও মৎস খামারীদের কাছে বিক্রয় করে। মাছ চাষী ও ও মৎস খামারীরা হালদা নদীর মা মাছের ডিম থেকে ফুটানো রেনু ক্রয় করে নিয়ে পুকুর জলাশয়, মৎস প্রকল্পের মধ্যে ফেলে মাছের চাষাবাদ করে। প্রতি বৎসর হালদা মা মাছের ডিম থেকে ফুঠানো রেনু থেকে কয়েক হাজার কোটি টাকার মাছ উৎপাদন হয় । প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছের প্রজনন পুর্বের চেয়ে হ্রাস পেয়ে আসছে । হালদা নদীর পানি দুষণ তা অন্যতম কারন বলে বিশেষজ্ঞরা পানি পরিক্ষা করে রিপোর্ট দিয়েছেন । হালদা নদী পানি দুষনের কারনে হাটহাজারী এশিয়ান পেপার মিল সহ কয়েকটি শিল্প কারখানাকে জরিমানা করা হয়েছে । হালদা নদীর পানি দুষনের অপর একটি কারন হিসাবে রয়েছে হালদা নদীর পাড়ে ও হালদা নদীর সাথে সংযুক্ত কাগতিয়া খাল, সোনাইর খাল, ডাবুয়া খাল, বেরুলিয়া খাল, খাসখালী খাল, মহেশখালী খাল, কালচাইন্দা খাল, ডোমখালী খাল, কেউচিয়া খাল, হাতীজোড়া খাল, মগদাই খাল, বইজ্যাখালী খাল, কাঠালভাঙ্গা খাল, হৃদ খাল, উভলং খাল,রাউজান খাল, মঙ্গলখালী খাল, মুকছড়ি খাল, লাঠিছড়ি খাল, সর্তার খাল, তেলপারই খালের পাড়ে গড়ে উঠা ডেইরী ফার্ম, পোল্টি ফার্ম । হালদা নদী ও হালদা নদীর সাথে সংযুক্ত খালগুলোর পাড়ে গড়ে উঠা ডেইরী ফার্ম ও পোল্টি ফার্মের বজ্য হালদা নদীতে ও হালদা নদীর সাথে সংযুক্ত খালে ফেলানো হচ্ছে । ডেইরী ফার্ম ও পোল্টি ফার্মের বজ্য হালদা নদীতে পড়ে হালদা নদীর পানি প্রতিনিয়ত দুষন হচ্ছে । হালদা নদীর পানি দুষন হওয়ায় হালদা নদীর মা মছের প্রজনন হুমকির মুখে পড়েছে । এছাড়া ও হালদা নদীর সাথে সংযুক্ত খালগুলো ও ডেইরী ফার্ম ও পোল্টি ফার্মের বজ্যতে পানি দুষণ হয়ে মাছের প্রজনন কমে যাচ্ছে । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদী ও হালদা নদীর সাথে সংযুক্ত খালে যে সব ডেইরী ফার্ম ও পোল্টি ফার্মের বজ্য ফেলানো হচ্ছে তা খতিয়ে দেখতে রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে । হালদা নদী ও হালদা নদীর সাথে সংযুক্ত খালে বজ্য ফেলে পানি দুষনকারীর বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে।