২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম মতিউর রহমান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী। গলফসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে পাহাড়ে সম্প্রীতির বন্ধন আরো বেগবান হবে।
শনিবার ( ১৬ মার্চ) সকালে খাগড়াছড়ি সেনানিবাসের চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রথম রেডিয়্যান্ট প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, গুইমারা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলামসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে চেঙ্গী গলফ অ্যান্ড কান্টি ক্লাব, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, শাহিন কান্ট্রি ক্লাবের ৮১ জন গলফার অংশ নেন।