পেকুয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহের অালীর শো-ডাউন

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় তিন শতাধিক গাড়ি বহর নিয়ে নির্বাচনী শো-ডাউন করেছে ভাইস-চেয়ারম্যান প্রার্থী মেহের অালী।

একটি মামলায় বিজ্ঞ অাদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে শুক্রবার(১৫মার্চ) পেকুয়ায় অাগমন করলে স্থানীয় এলাকাবাসী ও কর্মী সমর্থকরা তাকে নিয়ে নির্বাচনী শো-ডাউনটি করে।

সরেজমিনে দেখা যায়, তিন শতাধিক সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, জিপ গাড়ি নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহের আলী কর্মী-সমর্থকদের নিয়ে বরইতলী নতুন রাস্তার মাথা থেকে গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে পথে তিনি স্থানীয় জনগনকে হাত নেড়ে অভিবাদন জানান। এসময় তাঁর গাড়ির বহর শিলখালী, বারবাকিয়া, টইটং, পেকুয়া বাজার, মগনামা হয়ে উজানটিয়ায় গিয়ে শেষ হয়।
উজানটিয়ায় পদসভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহের অালী।
ওই সময় মেহের অালী বলেন, দীর্ঘ বছর প্রবাসে অাওয়ামী রাজনীতির সাথে জড়িত হয়ে পেকুয়ার উন্নয়নে অংশিদার হয়েছি। প্রবাসে পেকুয়াবাসীর সুঃখ দুঃখে পাশে থেকেছি।

পেকুয়ায় অাসার পর থেকে এলাকাবাসী চাচ্ছিল অামি জনগণের পাশে দাড়াতে নির্বাচন করি। বিগত সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়ার অভিভাবক অামার প্রিয় নেতা জাফর অালমের নৌকার পক্ষে কাজ করেছি। কিন্তু মিথ্যা একটি মামলা নিয়ে কিছু কুচক্রিমহল অামার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও অাজকের উপস্থিত জনগণের ভালবাসায় অামি অভিভূত। অাপনাদের ঋণ অামি কখনো শোধ করতে পারবোনা। ২৪ মার্চ তালা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকায় উন্নয়নের অংশিদার হওয়ার সুযোগ দেওয়ার জন্য অামার এলাকাবাসীর প্রতি অাবেদন জানাচ্ছি।
এসময় স্থানীয় এলাকাবাসী, পেকুয়ার অাওয়ামী রাজনীতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।