শুলকবহর ওয়ার্ড আ.লীগ ৭ই মার্চ এর আলোচনা সভা

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কৃষি সম্পাদক কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদুর রহমান সিদ্দিকী বলেছেন, “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের প্রেরণা। তাই আজ আমরা একটি স্বাধীন দেশে বাস করছি। আমি অনেক কাজ করছি তো..! এটা বললে হবে না..! রাজনীতি করুন মানবকল্যাণে তবে বঙ্গবন্ধুকে আপনি ভালভাবে জানতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ভাল ভাল বই, ভাল ভাল লেখা পড়তে হবে। তবেই আপনার নিজ ঘরে, পাড়া-মহল্লায় কিংবা পরিচিতজনে ও তরুণ প্রজন্মদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামের কথা জানাতে পারেন।”

গতকাল ৭ মার্চ রবিবার সকাল ১১ টায় শুলকবহর ভরা পুকুর পাড়স্থ প্লাজা হাইজে ৮নং শুলকবহর ওয়ার্ড আ.লীগ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কৃষি সম্পাদক কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদুর রহমান সিদ্দিকী এসব কথা বলেন। ওয়ার্ড আ.লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর পরিচালনায় সভায় বক্তব্য দেন এস এম হাসেম, গিয়াস উদ্দিন খান, আকতার ফারুক, রতন কান্তি চৌধুরী, এস এম ওয়াজেদ, রাশেদুল আনোয়ার খান, এরশাদ উল্লাহ মুন্না, মোহাম্মদ মুসা, জহির উদ্দিন সুমন, দিদারুল আলম আকাশ, হানিফ মানিক, জাহেদুল আলম, আব্দুর রহমান, নঈম উদ্দিন মাহমুদ, আরাফাতুল মান্নান ঝিনুক, সাইফুল মান্নান শিমুল, মুহাম্মদ বখতিয়ার আলম, শম্ভু দাশ, আফসার উদ্দীন জাবেদ, নাঈম খান আকাশ, আদনান রহমান ও ফয়সাল আরিফ সুমন প্রমুখ। এ উপলক্ষে দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার অন্তভূক্ত ছিল। -বিজ্ঞপ্তি।