প্রকৌশলী আলী আশরাফের মৃত্যুতে চুয়েট ভিসির শোক প্রকাশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাবেক সম্মানিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. প্রকৌশলী মো. আলী আশরাফ আজ দিবাগত রাত ২.০০ ঘটিকায় রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্œা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তিনি চুয়েটের পুরকৌশল বিভাগের ১৯৭০-৭১ শিক্ষাবর্ষের (৩য় ব্যাচ) সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফতেপুর গ্রামের মো. নুরুল হুদার সন্তান।

এক শোকবার্তায় চুয়েট ভিসি বলেন, “প্রকৌশলী মো. আলী আশরাফের মৃত্যুতে আমরা একজন দক্ষ নগর পরিকল্পনাবিদকে হারালাম। বিশেষ করে, চট্টগ্রাম শহরের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানে গৌরবময় দায়িত্ব পালন করেন। প্রকৌশলী মো. আলী আশরাফের ইন্তেকালে আমরা চুয়েট পরিবারের একজন শুভাকাঙ্খীকেও হারালাম। তিনি এই প্রতিষ্ঠানের কেবল সাবেক ছাত্রই ছিলেন না, একইসঙ্গে এই প্রতিষ্ঠানের সিন্ডিকেট সদস্য ও বিভিন্ন কমিটিসহ একাডেমিক, প্রশাসনিক সংশ্লিষ্ট কাজে নানাভাবে যুক্ত ছিলেন। আমরা তাঁর গৌরমময় অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রকৌশলী মো. আলী আশরাফের আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”