মুজিব বর্ষ ম্যারাথন রাউজানে অংশ নিলো হাজার হাজার মানুষ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পৃষ্টপোষকতায় রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা হালদা সেতু থেকে রাউজান জলিল নগর বাস ষ্টেশন পর্যন্ত দশ কিলোমিটার সড়ক পায়ে হেটে ম্যারাথন কর্মসুচি পালন করা হয় ।

চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হালদা সেতু থেকে সকাল ৯ টার সময়ে ম্যারাথন কর্মসুচি শুরু করা হয় । দশ কিলোমিটার পায়ে হেটে হাজার হাজার নারী পুরুষ দুপুর বারটার সময়ে রাউজান জলিল নগর বাস ষ্টেশনে গিয়ে শেষ করেন । গতকাল ৬ মার্চ শনিবার সকাল ৯টার সময় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের হালদা সেতু থেকে দশ কিলোমিটার ম্যারাথন কর্মসুচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নারী পুরুষ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে পায়ে হেটে ম্যারাথন কর্মসুচি পালন কালে রাউজানে পশ্চিম গহিরা, গহিরা চৌমুহনী, গহিরা কলেজ, পুর্ব গহিরা, জানালী হাট, দাইয়্যার ঘাটা, বেরুলিয়া, মুন্সির ঘাটা, জলিল নগর বাস ষ্টেশনে সড়কের দু পাশে দাড়িয়ে এলাকার সকল শ্রেনী পেশার মানুষ সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী সহ ম্যারাথন কর্মসুচিতে অংশ গ্রহনকারী সকলকে অভিনন্দন জানান । দশ কিলোমিটার পায়ে হেটে ম্যারাথন কর্মসুচি শেষ করে রাউজান জলিল নগর বাস ষ্টেশনে এসে ম্যারাথন কর্মসুচি শেষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় ম্যারাথন কর্মসুচি অনুষ্টানের সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি তার বক্তব্যে বলেন রাউজানে মুজিব বর্ষ উপলক্ষে ব্যতিক্রমধর্মী ম্যারাথন কর্মসুচি হাজার হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেছেন । ম্যারথন কর্মসুচিতে অংশ গ্রহনকারী ও কর্মসুচিকে সফল করতে যে সব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন তারা নতুন প্রজ্জম ও দেশের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবেন । অংশ গ্রহনকারী সকলকে অভিনন্দন জানান । অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশাল ম্যারাথন কর্মসুচিতে অংশ গ্রহন করেন রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা, রাউজান পৌরসভার কাউন্সিলর, রাউজানের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার গন। ম্যারাথন কর্মসুচি শেষ হলে ম্যারাথনে অংশ গ্রহনকারী কয়েক হাজার নারী পুরুষ ও অতিথিদের জলিল নগর বাস ষ্টেশনের আপন বাড়ী রেস্তোরা নাস্তা দিয়ে আপ্যায়ন করেন । চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মালিক সমিতির সভাপতি ও রাউজান জলিল নগর বাস ষ্টেশন ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী, জলিল নগর ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক আবু হোসাইন বাবু সহ বাস মালিক সমিতি, ব্যবসায়ী কল্যান সমিতির কর্মকর্তা ও সদস্যরা ম্যারাথন কর্মসুচিতে অংশ গ্রহনকারী নারী ও পুরুষদের দুপুরের খাওয়ার দিয়ে আহারের ব্যবস্থা করেন ।