কাপ্তাইয়ে রবি অপারেটর পরিচয়ে টাওয়ারের যন্ত্রাংশ চুরি, আটক-৮

কাপ্তাই।
কাপ্তাইয়ে মোবাইল অপারেটর পরিচয়ে রবি টাওয়ারের যন্ত্রাংশ চুরির দায়ে ৮ জনকে আটক করা হয়েছে গত
মঙ্গলবার (২ মার্চ)। ওয়াগ্গা ইউনিয়নাধীন শীলছড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে কাপ্তাই থানা পুলিশ।
আটককৃতরা হল- কুমিল্লার মুরাদনগরের জয়নাল আবেদিনের ছেলে মো. শফিক (২৪), কুমিল্লার মুরাদনগরের নায়েব আলীর ছেলে মো. সালাউদ্দীন (২৮), রাউজানের গহিরার বেধারসদয়ের ছেলে মো. সালাউদ্দীন (২৮), নোয়াখালীর হাতিয়ার মেহরানের ছেলে মো. রুবেল (২৬), ফেনীর ছাগলনাইয়ার শফিকুল ইসলামের ছেলে মো. ইমরান (২১), বাঁশখালীর প্রেমবাজারের সমর আলীর ছেলে মো. ইউনুস (২৮), লোহাগড়ার বলাওজানের মৃত হাকিম আলীর ছেলে এম এ তাহের (৩০) এবং কুমিল্লা কোতয়ালীর মৃত নুরুল ইসলামের ছেলে মো. রাহাত আহম্মেদ (২৫)।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানান, রবি অপারেটর স্টিকারযুক্ত পিকআপ ও মোটরসাইকেল নিয়ে শীলছড়ি এলাকায় প্রবেশ করে রবি টাওয়ারের যন্ত্রাংশ চুরি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ টি আইপিএস ও তামার তার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে।