শিক্ষা ও শিশু সাহিত্য বিষয়ক পত্রিকা মাসিক শিক্ষা অন্বেষা’র ১৪তম বর্ষপূর্তিতে শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি প্রদান ও গুণী শিক্ষক সংবর্ধনা গত ০৭/০৩/২০১৯ ইং তারিখে সীতাকুন্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বর্তমানে পোর্ট সিটি ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ফসিউল আলম। মেধাবৃত্তি পরীক্ষা ২০১৮ এর সীতাকুন্ড উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা (অব:) অধ্যাপক মির্জা মুহম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের চেয়াম্যান অধ্যাপক মোঃ ইসহাক চৌধুরী, কে.আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তসলিম উদ্দিন, শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো. জসীম উদ্দিন চৌধুরী, সভায় সম্মাননা ক্রেস্ট দিয়ে দুই জন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধেয় শিক্ষক জনাব নজির আহমদ ও কামরুজ্জাহান বেগম সভায় তাদের অনুভুতি প্রকাশ করেন। মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ফসিউল আলম তাঁর বক্তব্যে শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের উদ্দ্যোগকে স্বাগত জানান এবং আমৃত শিক্ষকতা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তারই শিক্ষক নজির আহমদকে গুণী শিক্ষক সংবর্ধনার জন্য নির্বাচিত করায় শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীল মেধা বিকাশে চিত্রাংকন প্রতিযোগিতা ও মেধাবৃত্তি পরীক্ষা মূখ্য ভুমিকা পালন করবে বলে তিনি মত প্রকাশ করেন। প্রধান আলোচক অধ্যাপক মির্জা মুহম্মদ শহীদুল্লাহ তাঁর বক্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা সম্পর্কে আগ্রহী করার জন্য অনেক উদাহরণ ও যুক্তি উপস্থাপন করেন। যাতে উপস্থিত সভায় বিমোহিত হন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ অধ্যাপক সাইফুর রহমান চৌধুরী, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সদস্য মোঃ রফিকুল ইসলাম, মিসেস পারভিন আক্তার, অধ্যাপক মোঃ খোরশেদ আলম, মেধাবৃত্তি পরীক্ষার সচিব মোঃ জামাল উদ্দিন, কুমিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খোরশেদ আলম, প্রধান শিক্ষক মোঃ লোকমান মিয়া, নক্ঁশী বাংলা আর্ট স্কুলের পরিচালক সৈয়দ মোঃ শাহাদাত হোসেন মিটু । শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের পরিচালক মোঃ রাশেদ চৌধুরী ও কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মর্জিনা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গল্পকার ও প্রাবন্ধিক রিজিয়া বেগম, সিনিয়র শিক্ষক নাজনীন হক চৌধুরী, অধ্যক্ষ নাহিদ শারমিন, অধ্যক্ষ নাসরিন নাহার, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, আবৃত্তিকার এফ.এইচ ইলিয়াছ, শিক্ষক মৃদুল দাশ ও খোরশেদ আলম প্রমুখখ। শিক্ষা অন্বেষা শিশু মেলার শুরুতে বিকাল ৩ টায় সীতাকুন্ডের বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ গ্রুপে ৬ জন করে মোট ১২জনকে পুরষ্কৃত করা হয়। অংশগ্রহণকারী সকলকে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে সীতাকুন্ডের বিভিন্ন স্কুলের প্রায় চার শতাধিক শিক্ষক, বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।