‘দেশ স্বাধীন হয়েছে বলেই নারীরা এগিয়ে যাচ্ছেন’

সাসটেইনেবল গোলসের অন্যতম হচ্ছে জেন্ডার ইক্যুয়েলিটি। এর জন্য সচেতনতা তৈরি করতে হবে যার যার অবস্থান থেকে। সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্বের সমান সুযোগ তৈরি করতে হবে। সমতার ভিত্তিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে জাতীয় অগ্রগতি ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিএসই সম্মেলন কক্ষে ‘রিং দ্যা বেল ফর জেন্ডার ইক্যুয়েলিটি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিএসই কর্তৃপক্ষ এ গোলটেবিল আলোচনার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বেগম সাবিহা মুসা।

বিশ্বব্যাপী সব স্টক এক্সচেঞ্জ ‘রিং দ্যা বেল ফর জেন্ডার ইক্যুয়েলিটি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান করছে উল্লেখ করে তিনি বলেন, গতানুগতিকতার ভেতর একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে জেন্ডার ইক্যুয়েলিটি জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য বিশ্বব্যাপী যে স্লোগান ‘থিংক ইক্যুয়েল, বিল্ড স্মার্ট, ইনোভেট ফর চেঞ্জ’ থেকে যেন আমরা পিছিয়ে না পড়ি। এই থিম আমাদের অর্থনৈতিক জাগরণের জন্য খুবই প্রাসঙ্গিক। ব্যবসার যে অগ্রগতি ও প্রতিযোগিতা তাতে ইনোভেশনের বিকল্প নেই। ব্যবসায় টিকে থাকা ও সার্ভিস প্রোভাইডের মাধ্যমে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে।

এম সাইফুর রহমান মজুমদার বলেন, বঙ্গবন্ধুর ভাষণে উজ্জীবিত হয়ে বাঙালি জাতি নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। দেশ স্বাধীন হয়েছে বলেই নারীরা এগিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, নারী উদ্যোক্তা, সংগঠকসহ বিভিন্ন পেশার শতাধিক প্রতিনিধি মুক্ত আলোচনায় অংশ নেন।