দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত

এক বছর পার করলো দেশের এক নম্বর অর্থ-বাণিজ্য ভিত্তিক সংবাদপত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এ উপলক্ষে চট্টগ্রামে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে এ ইংরেজি দৈনিকের প্রথম বর্ষপূর্তি।

বুধবার (২০ জানুয়ারি) নগরের কর্ণফুলী টাওয়ারস্থ চট্টগ্রাম ব্যুরো অফিসে দিনভর বর্ণিল আয়োজনে মুখর ছিলো পুরো অনুষ্ঠান।

পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে বিভিন্ন শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার প্রতিনিধি ফুলেল শুভেচ্ছা জানান। পুরো আয়োজনে সঞ্চালনা করেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর চট্টগ্রাম ব্যুরো প্রধান শামছুদ্দিন ইলিয়াছ।

বর্ষপুর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেন, করোনা মহামারির এ কঠিন সময়ে পত্রিকাটির অগ্রযাত্রা অভিভূত করেছে পাঠক সমাজকে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‌বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের অর্থনীতির অনেক খবর যা আমাদের অগোচরে থাকে তা নিরপেক্ষভাবে প্রকাশ করছে এ পত্রিকার এক ঝাঁক নির্ভীক ও তরুণ সাংবাদিক।

শুভেচ্ছা জানান সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, টিবিএস অল্প সময়ে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে। এখানেই অন্যান্য পত্রিকার সাথে টিবিএস এর পার্থক্য। মধ্যম আয় ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে এ পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন তিনি।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, টিবিএস শুরু থেকে ব্যাতিক্রমধর্মী। কারণ ভাল নিউজকে তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। আবার খারাপ নিউজকে এমনভাবে উপস্থাপন করে যে আমাদের পড়তে ভালো লাগে।

জিপিএইচ ইস্পাতের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলমাস শিমুল প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বলেন, টিবিএস হলো আমাদের পত্রিকা। প্রতিষ্ঠার শুরু থেকেই সাংবাদিকতার স্ট্যান্ডার্ড ম্যানটেইন করে আসছে পত্রিকাটি। আশা করি, ভবিষ্যতেও তারা এ অগ্রযাত্রা ধরে রাখবে। একইসাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে বলেও পত্রিকাটির কাছে প্রত্যাশা করি।

কেএসআরএম’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রাহাত বলেন, বাংলাদেশে ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে একটি ব্র্যান্ড নিউ লুক এন্ড ফিল নিয়ে আসতে পেরেছে টিবিএস। আমাদের দেশে এখন আগের চেয়ে অনেক বিদেশি বসবাস ও কাজ করছে। তাদের কাছে দেশের ভাবমূর্তি তুলে ধরতে অনেক বড় অবদান রাখছে পত্রিকাটি। আশা করি, সংবাদমাধ্যমকে স্বচ্ছ ও গঠনমূলক রাখতে টিবিএস আরও এগিয়ে যাবে।

প্যাসিফিক জিন্স গ্রুপ ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, প্রথম বর্ষপূর্তিতে টিবিএস পরিবারকে শুভেচ্ছা। সংবাদপত্র ও সাংবাদিকতার জগতে একটি নতুন ধারা তৈরি করেছে টিবিএস। আশা করি, সামনের দিনে আরও এগিয়ে যাবে পত্রিকাটি।

চট্টগ্রাম চেম্বারের পরিচালক শারুন চৌধুরী বলেন, সফলতা, জনপ্রিয়তা ও নতুনত্বের সাথে প্রথম বছরে পদার্পণ করায় শুভেচ্ছা জানাচ্ছি ব্যবসায়ী সাংবাদিকতায় নতুন এ পত্রিকাটিকে। ইনফোগ্রাফিক্সের মাধ্যমে সংবাদ উপস্থাপনার যে উদ্যোগ নিয়েছে টিবিএস তা সত্যিই প্রশংসনীয়। এনালিটিক্যাল ও ইথিক্যাল জার্নালিজমের মাধ্যমে ব্যবসার সমস্যা, সম্ভাবনা ও সমাধান তুলে ধরছে পত্রিকাটি।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সাবেক পরিচালক নুর উদ্দিন জাভেদ বলেন, প্রথম থেকে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আশা করি, পত্রিকাটি সামনের দিনে এ অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

র‍্যাংকস প্রপার্টিজের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) তানভীর শাহরিয়ার রিমন বলেন, অনলাইন এডিশনে রিভ্যুলেশন করেছিল টিবিএস। বর্তমানে প্রিন্ট মিডিয়াতে একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। যা এখন অন্যরাও অনুসরণ করে। এছাড়া টিবিএসের কন্টেন্টগুলো অনেক সমৃদ্ধ। করোনার মহামারিতে অর্থনীতি নিয়ে অনেক ভাল ভাল রিপোর্ট করেছে, যা পাঠক তথা ব্যবসায়ীদের ইনস্পায়ার করেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল হেড কামাল উদ্দিন বলেন, টিবিএস পত্রিকায় ব্যাংকিং সেক্টরের সংবাদ প্রতিবেদন খুবই বস্তুনিষ্ঠ।

দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছন চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, বিজনেস জার্নালিজমে আলোড়ন সৃষ্টি করেছে টিবিএস। আধুনিক এ পত্রিকাটির সাংবাদিকদের বিভিন্নধর্মী রিপোর্টিং ব্যবসায়ী, পাঠক ও সাংবাদিক মহল সাদরে গ্রহণ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসেছেন চট্টগ্রামের বিজিএমইএ’র নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক খন্দকার বেলায়েত হসেন। তিনি বলেন, ব্যবসা বান্ধব সংবাদ পরিবেশনে পত্রিকাটি স্ট্যান্ডার্ড ধরে রাখবে। পাশাপাশি ব্যবসায়ের প্রতিবন্ধকতা তুলে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে তুলে ধরবে। এসময় তিনি পত্রিকায় বিজিএমই এর জন্য একটি কর্ণার বা কলাম রাখার অনুরোধ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ এর পরিচালক এনামুল হক আজিজ, সাবেক পরিচালক সাইফুল্লাহ মনসুর ও বিজিএমই স্ট্যান্ডিং কমিটি অব পাবলিসিটির চেয়ারম্যান বশির উদ্দিন আহমদ।

এছাড়া গোল্ডেন ইস্পতের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক সরোয়ার আলম। শুভেচ্ছা জানান চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জুনিয়র চেম্বার অব ইন্টারন্যাশনাল চট্টগ্রামের প্রেসিডেন্ট টিপু সুলতান শিকদার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইশতিয়াকুর রহমান।