কুতুবদিয়ায় পাওনা টাকা ছাইতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত ১, আটক ১

লিটন কুতুবী::
কুতুবদিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আজিজুল হক মাঝি (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতকে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহামুদুল হাসান রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আহত আজিজুল হক মাঝি কৈয়ারবিল ইউনিয়নের ঝিলাছড়ি গ্রামের মৃত জালাল আহমদের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনার মূল নায়ক নুরুল আবছার নামক এক আসামীকে আটক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,সোমবার সকাল সাড়ে ১০টায় কুতুবদিয়া দ্বীপের কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকায় আহত আজিজুল হক মাঝি উত্তর বড়ঘোপ গ্রামের মৃত চান মুল্লুকের ছেলে নুরুল আবছারের থেকে পাওনা টাকা চাওয়ায় উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এতে আজিজুল হক মাঝির মাথায়,মুখে,চোখে হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তার চিকিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আজিজুল হককে ঘটনাস্থল থেকে উদ্ধার পূর্বক কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের ছোট ভাই সিরাজুল ইসলাম বাদি হয়ে কুতুবদিয়ায় মামলা রুজু করেন। কৈয়াবিল ইউনিয়নের ৮ ওয়ার্ডের মেম্বার শামসুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ জালাল উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নুরুল আবছারকে ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে আটক করা হয়। এ বিষয়ে কুতুবদিয়া থানায় মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেন।