চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট(যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ বুধবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইলকোর্ট পরিচালিত হয়। অভিযানকালে কোতোয়ালী থানার মোমিন রোডের ফুটপাত অবৈধভাবে দখল করে ফুল ও দোকানের পন্য সামগ্রী স্তুপ করে জন দূর্ভোগ সৃস্টির দায়ে রীমা ফুরের দোকানকে ৫ হাজার,পুষ্প বিতানকে ৫ হাজার ও ফ্লাওয়ার কর্ণারকে ৫ হাজারকে সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোশেনের সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।









