নিজস্ব প্রতিবেদক: :বাঁশখালীতে বিদুৎ স্পৃষ্টে ২ মহিলার মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ মহিলার মৃত্যু ঘটেছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ীতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মৃত্যু হয় তাদের। নিহতরা হলেন মৃত পুতুন আলীর স্ত্রী পাতলী বেগম (৪৫) ও মৃত নেছার আহমদের কন্যা ফাতেমা বেগম (৩৮)। নিহতরা পরস্পর সম্পর্কে ননদ ও জেঠাতো ভাইয়ের স্ত্রী।
জানা যায়, নিজ বাড়ীর চালার উপর দিয়ে টাঙানো বৈদ্যুতিক তার ছিড়ে গিয়ে ঝুলে থাকায় অসাবধানতাবশত: জেঠাতো ভাইয়ের স্ত্রী পাতলী বেগম বিদু্যতের তারে জড়িয়ে গেলে এসময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে ননদ ফাতেমা বেগম।
এতে দুজনই বিদুৎস্পৃষ্ট হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তারা মৃত্যু বরণ করে। বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, পূর্ব চাম্বল এলাকায় বিদুৎস্পৃষ্টে দুই মহিলার মৃত্যু ঘটেছে।










