ছাত্র-ছাত্রীদের বন্যপ্রাণী অভয়ারণ্য পরিভ্রমণ, পরিবেশ রক্ষার অঙ্গিকার

শামসু উদ্দীন. টেকনাফ প্রতিনিধি::

 ২৪ ডিসেম্বর সকালে ইউএসএআইডি ন্যাচার এন্ড লাইফ প্রকল্প কোডেক কতৃক বাস্তবয়িত কর্মসূচী টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফ রেঞ্জের মোচনী বন বিটের ন্যাচার পার্ক এ নিসর্গ ক্লাব টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বন ও জীব-বৈচিত্র সংরক্ষনে ছাত্রছাত্রীদের সচেতনতা বিষয়ক পাহাড়ে পরিভ্রমণ ও জীববৈচিত্র্য নিয়ে বিশদ বর্ণনা ও সরেজমিনে ব্যাখ্যা করেন ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের সুশাসন ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম ও সহকারী বিট বন কর্মকর্তা সাজেদুল বাহার। এছাড়াও পাহাড়ী পথ পরি ভ্রমন শেষে সকল ছাত্র ছাত্রীরা তাঁদের মনের অনুভূতি প্রকাশ করেন এবং বন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন।উক্ত সচেতনতামূলক কর্মসূচীতে টেকনাফ সহ- ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেঃ নুরুল বশর উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখার পাশাপাশি ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বন, পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষায় সচেতন থাকার অনুরোধ করেন।
প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে একটি করে দেশীয় প্রজাতির কাল জামের চারা বিতরণ করা হয়। কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান, সাইট ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, এফও সেবী রানী বড়ুয়া, আমিনুল ইসলাম মিয়াজি।