উখিয়ায় বনবিভাগের পৃথক অভিযান,৮ একর বনভূমি উদ্ধার

 

কায়সার হামিদ মানিক,উখিয়া।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পৃথক অভিযান পরিচালনা করে বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মোট ৮ একর বেদখল বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

বুধবার(২৩ ডিসেম্বর) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের দিকনির্দেশনায় উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম বিট কর্মকর্তা ও বনপ্রহরীদের সাথে নিয়ে উখিয়া সদর বিটের শিলেরছড়া নামক স্হানে অভিযান চালিয়ে বনভূমিতে অবৈধভাবে গড়ে উঠা ঘরবাড়ি উচ্ছেদ করে ৫ একর বনভূমি দখল মুক্ত করে।

দিনব্যাপী অপর অভিযানে উখিয়া রেন্জের থাইঃখালী বিটের আওতাধীন বনভূমিতে সিমেন্টের পিলার দিয়ে অবৈধভাবে দখলের চেষ্টা কালীন অভিযান করে তা উচ্ছেদ করে। এসময় অন্যান্য নির্মাণ সামগ্রী জব্দ করে ৩ একর বনভূমি দখল মুক্ত করা হয়।

এবিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,কিছু ভূমিদস্যু বনভূমিতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তা উচ্ছেদ করে ৮ একর বনভূমি উদ্ধার করা হয়, এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।