এবি ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা

নিউজডেস্ক: ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ জামানতের বিপরীতে ১০০ কোটি টাকার পণ্য আমদানিসহ ১৩৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে নগরের হালিশহর থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে এ মামলা করেন। এতে আসামি করা হয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স ইয়াছির এন্টারপ্রাইজের মালিক মো. মোজাহের হোসেন, এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. নাজির উদ্দিন এবং সাবেক সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট অ্যাডমিন মনিটরিং বিভাগের দায়িত্বে থাকা আজাদ হোসেনকে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক জানান, এবি ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা হয়েছে। মামলা নম্বর ১৯।

দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বলেন, দুদক প্রধান কার্যালয়ের অনুসন্ধানের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি মামলাটি দায়েরের অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের মালিক মো. মোজাহের হোসেন ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ জামানতের বিপরীতে দুইটি আমদানি ঋণপত্র (এলসি) খোলেন। এর মধ্যে একটি ফরেন, অন্যটি লোকাল। ফরেন এলসির মাধ্যমে বিদেশ থেকে প্রায় ১০০ কোটি টাকার খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। ওই পণ্যের মূল্য বাবদ রফতানিকারক প্রতিষ্ঠানকে এবি ব্যাংক থেকে আমদানিমূল্য পরিশোধ করা হয়। কিন্তু সেই টাকা ইয়াসির এন্টারপ্রাইজ এবি ব্যাংকে জমা দেয়নি। আবার আমদানি পণ্য দেশের বাজারে বিক্রি করার পরও সেই টাকা পায়নি ব্যাংক। ঋণ ও সুদসহ ১৩৩ কোটি টাকা ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা যোগসাজশে আত্মসাৎ করেছেন। তাই মামলা করা হয়েছে।