বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাশিস চট্টগ্রাম শাখার মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চক্রান্ত ও ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসূচী অনুযায়ী বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শিমুল মহাজানের সঞ্চালনায় মানববন্ধন অদ্য ২০ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ক ম শহীদুল্লাহ মানিক, উপদেষ্টা বাদল চন্দ্র সিকদার, সহ সভাপতি মো: আবদুর রশিদ, সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: আলতাজ মিয়া, দপ্তর সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মো: আবুল কালাম, মহিলা সম্পাদিকা মনিকা সেন, সাংস্কৃতিক সম্পাদিকা বিচিত্রা চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক স্বপন কুমার সাহা, মহানগরী শাখার সভাপতি নুরুল হক ছিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, বাশিস দক্ষিণ জেলার সভাপতি মো: ওসমান গণি, সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী, উত্তর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জাকের হোসেন, খোরশেদ রোকেয়া, মো: আবু জাফর, মো: লোকমান মিয়া, মো: আবু বক্কর, খোকন চক্রবর্তী, মুক্তি সাধন বড়ুয়া, মো: এহছান, মো: আলী, শ্যামল কান্তি দে প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি ও পেশাজীবি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের বিভাগীয় সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস। বক্তাগণ জাতির জনকের ভাস্কর্য নিয়ে রাজনীতি এবং ষড়যন্ত্রের নিন্দা জানান এবং দোষী ব্যক্তি ও ষড়যন্ত্রকারীদের চিহিৃত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। বক্তাগণ আরো বলেন বিশ্বের অনেক রাষ্ট্রে ভাস্কর্য আছে কিন্তু বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য হতে বাধা কোথায়? শিক্ষক সমাজ মনে করেন বাংলাদেশের প্রতি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য হওয়া উচিত।