চবি ইসলামিক স্টাডিজ এলামনাই স্মারকের প্রকাশনা উৎসব

চবি ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশন স্মারকের প্রকাশনা উৎসব ১২ নভেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায় মুরাদপুরস্থ সিটি অফিসে এলামনাই প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে, ট্রেজারার সহযোগী অধ্যাপক মুহাম্মদ মুরশেদুল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং এলামনাই সাধারণ সম্পাদক ও এলামনাই স্মারক ২০১৯ -এর সম্পাদক ব্যাংকার মোহাম্মদ আবদুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ এলামনাই উপদেষ্টা ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মমতাজ উদ্দীন কাদেরী, উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক মোজাদ্দাদী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, এলামনাই এসোসিয়েশন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্ত প্লাটফরম। চবি ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশন সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এলামনাই স্মারক প্রকাশের মাধ্যমে রেজিষ্ট্রেশনকৃত সব সদস্যের পরিচিত খুব সহজে পাওয়া যাবে। ফলে তৈরি হবে দৃঢ় বন্ধন এবং পরস্পরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত হবে। ইসলামি শিক্ষা বিস্তারে এলামনাই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামিতে আরও সফলতার পথে এগিয়ে যাক এই প্রত্যশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এলামনাই সহ-সভাপতি মুহাদ্দিস মাওলানা আবদুল কাদের, সহ-সভাপতি নেজাম উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক নুর মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার কাজী এরফানুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ড. সরোয়ার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইফুর রহমান নু’মানী, সাহিত্য সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, সহ-অর্থ সম্পাদক ব্যাংকার কাউসার আল হাবিব, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ ইবরাহীম, দপ্তর সম্পাদক প্রভাষক আসিফ সাইফুদ্দিন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহিউদ্দিন মাহবুব, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল্যাহ মনির, নির্বাহী সদস্য ব্যাংকার রেজাউল করিম, নির্বাহী সদস্য এ কে এম মঈনউদ্দীন, নির্বাহী সদস্য মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য অধ্যক্ষ মাওলানা একরাম মাহমুদ আনসারী, প্রভাষক জাহেদা সুলতানা, আজিজুর রহমান, ছমিউদ্দীন কাউছার, রবিউল আলম, মামুনুর রশিদ প্রমুখ।