মেরিন ড্রাইভ সড়কে দূর্ঘটনায় নারীর প্রাণহানি

শামসু উদ্দীন. টেকনাফ.(কক্সবাজার) প্রতিনিধি ::

মেরিন ড্রাইভ সড়কের ইনানী এলাকায় দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারীর প্রাণহানি ঘটেছে। শুক্রবার বিকেলে হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সাবেরা (৪০) টেকনাফ পৌর সভার অলিয়াবাদ এলাকার সমাজ সর্দার তারেকের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে তারেক ও তার স্ত্রীসহ দুই কন্যা মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ভাড়ায় চালিত দোয়েল কার নামের একটি মিনি কার যোগে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। অনুমানিক সাড়ে ৪ টার দিকে গাড়িটি উখিয়া ইনানী হোটেল রয়েল টিউলিপ এলাকায় পৌছালে উল্টোদিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় তারেকের স্ত্রী সাবেরা ঘটনা স্থলে নিহত হলেও চালকসহ অপর তিন আরোহী প্রাণে বেঁচে যায়। তবে উভয় গাড়িতে অবস্থানরত প্রত্যেকে আহত হয়েছেন। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি
ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।

এদিকে, ভুক্তভোগী অনেকে জানিয়েছেন মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ কক্সবাজারে যাত্রীবহনকারী দোয়েল কার নামের প্রায় অর্ধ শতাধিক মিনি কারের অধিকাংশ চালক অপরিপক্ষ ও ড্রাইভিং লাইসেন্স বিহীন। ফলে প্রতিনিয়ত সড়কে দূর্ঘটনা ঘটেই চলছে। এতে বাড়ছে হতাহতের সংখ্যা