আওয়ামী লীগ সাধারণ মানুষের মনের ভাষা বুজে

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৫নং হামিদচর মোহরা ওয়ার্ডে কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের সাথে চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা শুক্রবার ১১ ডিসেম্বর হামিদচর এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের মনের ভাষা বুঝেন। সাধারণ মানুষের প্রয়োজন বুঝেন।আর যারা মানুষের মনের ভাষা বুঝে, বিপদে আপদে পাশে থাকে, তাদেরকেই সাধারণ মানুষ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীর চট্টগ্রামের প্রতি রয়েছে অশেষ আন্তরিকতা।চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন।চট্টগ্রামের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছেন। আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে সিটির বাসিন্দাদের সেবার জন্য তিনি আমাকে মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন।আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদেরকে কথা দিতে পারি, অতীতে আপনাদের পাশে যেভাবে ছিলাম,আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে তখন ও আপনারা আমাকে সেভাবেই পাবেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। যেকোন সমস্যায় আপনারা আমাকে পাশে পাবেন। এই নগরীকে একটি পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আসন্ন সিটি নির্বাচনে নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান রায় প্রত্যাশা করছি। যুবলীগ নেতা মোরশেদ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদচর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সেকান্দার সওদাগর এর কনিষ্ঠপুত্র মো: আমানউদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন হামিদচর এলাকার মুরব্বি ও সমাজ সেবক হাজি মোঃ ইউসুফ সওদাগর, মোঃ জাহাঙ্গীর সওদাগর, আলহাজ্ব নাসির উদ্দীন, কাউন্সিলর পদপ্রার্থী কাজি মামুন, নুরু উদ্দিন, রমজান আলি তালুকদার, আবুল কালা, সাইফুদ্দিন, তানভীর, তারেক, মোরশেদ, মুন্না বাপ্পু,জাবেদ,ফাহিম,পাবেল,রিফাত প্রমুখ।