রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

হাটহাজারীতে করোনায় আক্রান্ত হয়ে নিহত বীর মুক্তিযোদ্ধা কাজী মহসীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার(১১ ডিসেম্বর)সকাল ১১টার দিকে মরহুমের গ্রামের বাড়ি উপজেলার ধলই ইউনিয়নের কাজী বাড়ি মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে তাকে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, কাজী মহসীন চৌধুরী গত শুক্রবার (৪ ডিসেম্বর) করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তার অবস্থা সংকটাপন্ন হলে প্রথম দুইদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে নিয়ে আসা হয়। সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে হার্টের রোগেও ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।