উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধের দাবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ও ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখা।

সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী আবদুল খালেকের সভাপতিত্বে শুক্রবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক।

বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী সুদীপ বসাক, সাংবাদিক প্রীতম দাশ, আইডিইবির চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জয়দেব বৈদ্য, অর্থ সম্পাদক প্রকৌশলী এসএম সেলিম, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী তাপস কান্তি দে, পরিষদের অর্থ সম্পাদক প্রকৌশলী শুভাশীষ দাশ শুভ, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী এসএম মাহফুজুর রহমান, চাকরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, প্রচার সম্পাদক প্রকৌশলী পাপন বড়ুয়া, প্রকৌশলী আমিনুল বাশার, সুরজিত বড়ুয়া, সমীর বড়ুয়া, সুকান্ত সরকার, অসিত দে বাবু, পরিতোষ দে, প্রসেঞ্জিত পাল, মনি চৌধুরী, রাহুল বড়ুয়া, চন্দন দে, মো. শিহাব প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে।