থেমে যাবে মাওয়া ফেরি ঘাটের ব্যস্থতা

প্রথম আলো:: পদ্মার বুকে দাঁড়িয়েছে স্বপ্নের সেতু। এ পথে চলাচলে কমে যাবে মানুষের দুর্ভোগ। ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ হয়ে যাবে একেবারে সহজ। পদ্মা পার হতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করতে হবে না গাড়ির যাত্রীদের। হয়তো চোখে পড়বে না কয়েক কিলোমিটারজুড়ে যানজটের চিত্র। নদী পার হতে পণ্যবাহী গাড়ি নিয়ে চালক আর ব্যাপারীদের কয়েক দিনের অপেক্ষা করতে হবে না। এসব কষ্ট মুছে যাবে স্বপ্নের সেতু চালু হলেই। এসব কষ্ট একসময় হয়ে যাবে স্মৃতি। মুন্সিগঞ্জের মাওয়ায় বিভিন্ন এলাকা ঘুরে গতকাল বৃহস্পতিবার ছবিগুলো তুলেছেন প্রথম আলোর ফটোসাংবাদিক শুভ্র কান্তি।

শীতকালে কুয়াশারসহ নানা সমস্যায় ফেরি চলাচল বন্ধ থাকলে পারাপারের জন্য অপেক্ষায় থাকে অসংখ্য যানবাহন। শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ।

শীতকালে কুয়াশারসহ নানা সমস্যায় ফেরি চলাচল বন্ধ থাকলে পারাপারের জন্য অপেক্ষায় থাকে অসংখ্য যানবাহন। শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ।
ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ঝুঁকি নিয়ে লঞ্চে চলাচল করা মানুষের সংখ্যাও কমে যাবে। মাওয়া, মুন্সিগঞ্জ।

ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ঝুঁকি নিয়ে লঞ্চে চলাচল করা মানুষের সংখ্যাও কমে যাবে। মাওয়া, মুন্সিগঞ্জ।
লঞ্চ পারাপারে যাত্রীদের ঘাটে এসে ফেরিতে পৌঁছাতে কাঠের পুল বেয়ে যাত্রীরা যাচ্ছে ফেরির দিকে। শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ।

লঞ্চ পারাপারে যাত্রীদের ঘাটে এসে ফেরিতে পৌঁছাতে কাঠের পুল বেয়ে যাত্রীরা যাচ্ছে ফেরির দিকে। শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ।
করোনা মহামারির এই সময়ে ঝুঁকি নিয়ে ছোট লঞ্চে যাতায়াত করছে এই পথের যাত্রীরা। শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ।

করোনা মহামারির এই সময়ে ঝুঁকি নিয়ে ছোট লঞ্চে যাতায়াত করছে এই পথের যাত্রীরা। শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ।
নৌপথের নানা সমস্যার কারণে ফেরি না আসায় অনেক সময় মুমূর্ষু রোগী নিয়ে অপেক্ষা করতে হয়। বিপাকে পড়ে রোগী বহন করা অ্যাম্বুলেন্সগুলো। শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ।

নৌপথের নানা সমস্যার কারণে ফেরি না আসায় অনেক সময় মুমূর্ষু রোগী নিয়ে অপেক্ষা করতে হয়। বিপাকে পড়ে রোগী বহন করা অ্যাম্বুলেন্সগুলো। শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ।
সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোটে নদী পার হচ্ছে যাত্রীরা। যাতে দুর্ঘটনার আশঙ্কা থাকে সব সময়।

সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোটে নদী পার হচ্ছে যাত্রীরা। যাতে দুর্ঘটনার আশঙ্কা থাকে সব সময়।
 ঢাকা থেকে মাওয়া এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে সেতুর পাশাপাশি নির্মাণ হচ্ছে অত্যাধুনিক রেলপথ।

 ঢাকা থেকে মাওয়া এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে সেতুর পাশাপাশি নির্মাণ হচ্ছে অত্যাধুনিক রেলপথ।
স্বপ্নের সেতু বাস্তবায়নে অনেকেই হারিয়েছেন তাঁদের বসতভিটা। তবে সরকারিভাবে তাঁদের বন্দোবস্ত করা হয়েছে এই স্থানে।

স্বপ্নের সেতু বাস্তবায়নে অনেকেই হারিয়েছেন তাঁদের বসতভিটা। তবে সরকারিভাবে তাঁদের বন্দোবস্ত করা হয়েছে এই স্থানে।
৪১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতুর মূল কাঠামো। এ দৃশ্য হাজারো মানুষ উপভোগ করে দুই নয়ন ভরে।

৪১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতুর মূল কাঠামো। এ দৃশ্য হাজারো মানুষ উপভোগ করে দুই নয়ন ভরে।
এখন শুধু অপেক্ষা স্বপ্ন বাস্তবায়নের। শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাট তখন হয়ে যাবে স্মৃতি।

এখন শুধু অপেক্ষা স্বপ্ন বাস্তবায়নের। শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাট তখন হয়ে যাবে স্মৃতি।