২০ রোহিঙ্গা শিশুর চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন

রোহিঙ্গা ক্যাম্পের ২০ শিশুর চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) চোখের বাঁধন খুললে এসব শিশু স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পায়।

রোহিঙ্গা শিবিরের আশপাশে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় চক্ষু হাসপাতালে এই কার্যক্রমের ব্যবস্থা করা হয়।

কাতার ফান্ড ফর ডেভলপমেন্ট (কিউএফএফডি) এর সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত ‘কাতার ক্রিয়েটিং ভিশন (কিউসিভি) এক্সপান্ডিং আই কেয়ার ইন সাউথ ইস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ও কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের তত্বাবধানে অস্ত্রোপচারে কারিগরি সহযোগিতা করে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল।

এর আগে চক্ষু চিকিৎসার জন্য অরবিস পরিচালিত বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের নিয়মিত স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে এবং অস্ত্রোপচারের জন্য চটগ্রাম চক্ষু হাসপাতালে পাঠানো হয়। গত ২ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর এসব শিশুর অভিভাবকরা নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন। তারা বলেন, এতদিন সন্তানের চোখ নিয়ে যে দুঃশ্চিন্তায় ছিলাম তা এখন কেটে গেছে। আমরা অরবিসসহ সবার কাছে কৃতজ্ঞ, যারা আমাদের সন্তানের চোখের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করেছে। এই চিকিৎসার ফলে আমাদের সন্তানের সঠিক ভবিষ্যত নিশ্চিত হয়েছে।