গাড়ির ভেতর করোনা: করণীয় সম্পর্কেও জানালো গবেষকরা

গাড়ির ভেতর বায়ুপ্রবাহের মাধ্যমে কিভাবে করোনা ছড়ায়- জানালো যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। একই সঙ্গে করণীয় সম্পর্কেও জানালো গবেষকরা।

গবেষকরা গবেষণার কাজে টয়োটা প্রিয়াস গাড়ি কম্পিউটার সিম্যুলেশন বা নমুনার আদলে ব্যবহার করা হয়। এর ভেতরে দু’জনকে বসানো হয়। তাদের মধ্যকার দূরত্ব ৬ ফুটেরও কম ছিল। গাড়ির জানালা বন্ধ কিংবা খোলা থাকলে, ভ্যান্টিলেটর দিয়ে বাতাস ঢুকলে কামরায় এর প্রবাহধারা কেমন হয়; এর দ্বারা সম্ভাব্য ঝুঁকির মাত্রা কেমন ও বায়ুবাহী রোগের ঝুঁকি কমানোর উপায় বের করাই এই গবেষণার মূল লক্ষ্য ছিল।

গবেষণায় দেখা গেছে, ছোট আকারের গাড়ির একাধিক জানালা খোলা থাকলে কামরার ভেতর ভারসাম্যপূর্ণ বায়ু প্রবাহের ফলে চালক ও যাত্রীর মধ্যে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কম থাকে।

এই গবেষণা দলে অংশ নেওয়া অসিমাংশু দাস পরামর্শ দেন, একটি বা দুটি জানালা খোলার চেয়ে গাড়ি চারটি জানালাই খুলে দেওয়া ভালো। আর যদি একটি জানালা খোলার চিন্তা করেন, তাহলে কোনো জানালা না খোলাটাই নিরাপদ হবে।