রাউজানে ঘর পাচ্ছে ৫০ গৃহহীন পরিবার

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী দরিদ্র গৃহহীন পরিবারকে ঘর নির্মান করার প্রকল্পের আওতায় রাউজানে ১৪ ইউনিয়নে ১৪টি, পৌরসভায় ৪টি সেমি পাকাঘর নির্মান করে দেয় । প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের তত্ববধানে ও স্থানীয় জন প্রতিনিধিদের দেওয়া তালিকা যাছাই বাছাই করে রাউজান উপজেলা ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ৫০টি সেমিপাকাঘর নির্মান করে দিচ্ছেন দরিদ্র গৃহহীন পরিবারকে । প্রতিটি দরিদ্র গৃহহীন পরিবারকে ১লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে সেমিপাকা ঘর নির্মান করছেন বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । প্রতিনিয়ত দরিদ্র গৃহহীন পরিবারের জন্য নির্মান করে সেমিপাকা ঘরের নির্মান কাজের তদারকি করছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ। ৫০টি সেমিপাকাঘর নির্মান কাজ চলছে দ্রুতগতিতে। শীঘ্রই নিমান করা ঘর দরিদ্র গৃহহীনদের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ । সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর ৫০টি সেমিপাকাঘর নির্মান করা ছাড়া ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে মুজিব বর্ষ উপলক্ষে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল হলদিয়ায় দুটি সেমিপাকাঘর নির্মান করে দিচ্ছেন ২টি দরিদ্র গৃহহীন পরিবারকে। রাউজান উপজেলা অফিসার্স ক্লাব একজন দরিদ্র গৃহহীন পরিবারকে, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ একজন দরিদ্র গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর নির্মান করে দিচ্ছেন । রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর ফকির টিলা বাজারের পশ্চিমে দরিদ্র গৃহহীন ফোরকান বলেন, আমি আমার মাতা হোসেন আরা ব্গেম, আমার স্ত্রী লাকি আকতার আমার এক ছেলে সন্তানকে নিয়ে জরার্জিন একটি ঘরে বসবাস করতাম। গ্রীস্মকালে রৌদের গরম সহ্য করে বর্ষা কালে বৃষ্টির পানিতে ভিজে জরাজির্ন ঘরে বসবাস করতো হতো । রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী আমাকে একটি সেমি পাকাঘর নির্মান করে দিয়ে আমি ও আমার পরিবারের সদস্যদের মাতা গোজার ঠিকানা করে দিয়েছেন । দরিদ্র গৃহহীন ফোরকান তার পরিবারের জন্য পাকা ঘর নির্মান করে দিয়ে স্থায়ী ঠিকানা করে দেওয়ায় সাংসদ ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।