চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশন: জামাল-বিশ্বজিৎ পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জামাল-বিশ্বজিৎ পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহামম্মদ কামরুল হাছান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. জামাল উদ্দীন আনারস প্রতীক নিয়ে ২৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সুকোমল বিকাশ শীল ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিশ্বজিৎ ভট্টাচার্য্য আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ হাবিবুল ইসলাম মিলু ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৩ ভোট।

মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একটানা ভোটগ্রহণ চলে। এতে প্রায় ৪০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

২০২১-২২ কার্যকরী বছরের স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচনে মো. জামাল উদ্দীন-বিশ্বজিৎ ভট্টাচার্য্য প্যানেলে জয়ী অন্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. আজিজুর রহমান, সহ-সভাপতি পদে মোহাম্মদ শাহ আলম মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে আল ফাহাদ খান, যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল হান্নান খান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ছাবের, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রিয়তোষ চক্রবর্ত্তী, ধর্ম সম্পাদক পদে মোহাম্মদ রাসেল, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. ফারুক, ক্রীড়া সম্পাদক পদে মো. আরিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইসমাইল এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে কুলসুমা বেগম।

এছাড়া নির্বাহী সদস্য পদে মো. সফিকুর রহমান, মো. রাশেদুল ইসলাম, মো. জিহাদ বিশ্বাস, মো. সফিকুল ইসলাম ও মো. হাসান- মো. জামাল উদ্দীন-বিশ্বজিৎ ভট্টাচার্য্য প্যানেল থেকে জয় পেয়েছেন।