অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড-১৯ টিকা নিরাপদ

বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাস বা কোভিড-১৯ টিকা নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছে চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেট। এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত মঙ্গলবার। অক্সফোর্ডের টিকা পরীক্ষায় জড়িত নন এমন একটি বিজ্ঞানীদের দল টিকাটির মানবদেহে পরীক্ষা চালিয়েছেন। তারা বলেছেন, টিকাটি করোনা সংক্রমণ কমিয়ে আনে ও মৃত্যু কমিয়ে আনতে সহায়ক। গবেষকরা ২০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর চালানো পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেছেন। প্রথম ডোজ অর্ধেক মাত্রায় এবং দ্বিতীয় ডোজ পূর্ণ মাত্রায় প্রয়োগ করলে টিকাটি ৯০ শতাংশ কার্যকর। এই সেচ্ছাসেবকদের বেশীর ভাগের বয়স ৫৫ বছর। তবে টিকাটি প্রবীণদের বেলায়ও কার্যকর।

অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়ালের প্রধান তদন্তকারী পোলার্ড বলেছেন, আজ আমরা তৃতীয় পর্যায়ে অন্তর্বর্তী বিশ্লেষণ প্রকাশ করছি। এই মাইলফলকটিতে পৌছতে গত আটমাস ধরে আমাদের সাথে যে সকল সেচ্ছাসেবী কাজ করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। স্কাই নিউজ জানিয়েছে, এস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাসকেল বলেছেন,পরীক্ষায় টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদ।