রাউজানের গহিরায় ভ্রাম্যমান আদালতের অভিযান

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের গহিরায় ভ্রাম্যমান আদালতের অভিযান মাক্স না পরে ব্যবসা প্রতিষ্টানে কেনা কাটা ও যানবাহন চালানো মুদির দোকানে মেয়াদ উত্তির্ন লুডস বিক্রয়,তালিকা মুল্য না রাখার অপরাধে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । গতকাল ৭ ডিসেম্বর সোমবার দুপুরে রাউজান গহিরা চৌমুহনী বাজারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ রাউজান থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন । অভিযান চলাকালে দোকানে বসে মুখে মাক্স রা পরে কোনাকাটা করা, সিএনজি অটোরিক্সা, মিনিট্রাক, চালানো ও মুখে মাক্স না পরে চলাচল করায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযান চলাকালে মুদির দোকানে মেয়াদ উর্ত্তিন লুডস বিক্রয় ও মুল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ।