গণমাধ্যমকে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে

চট্টগ্রাম সিটি কর্পোরেশানের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন বলেছেন, গণমাধ্যমকে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তবে তাঁর অপব্যবহার যাতে জাতীকে অন্ধকারে ঠেলে না দেয় সে বিষয়ে খেয়াল রাখাটা জরুরি। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা চাই। কারণ এর সুফল-কুফল দুইই রয়েছে। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে দেশের কিশোর-তরুণদের মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোাগ মাধ্যমের ব্যবহার বাড়লেও কমেছে বই পড়ার প্রতি আগ্রহ। এই লক্ষন শুভ নয়। আজ সকালে টাইগারপাশ বাটালী হিলের চসিক অফিসে প্রশাসকের সাথে তাঁর দপ্তরে চট্টগ্রামের স্বনামধন্য দৈনিক পূর্বদেশের সম্পাদক মুজিবুর রহমান সিআইপি সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন। এসময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রশাসকের একান্ত সচিব মো.আবুল হাসেমসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাক্ষাতে কর্র্পোরেশনের প্রশাসক ও পূর্বদেশ সম্পাদকের মধ্যে দেশের সাম্প্রতিক বিষয় ও করোনা পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়।
আলাপকালে চসিক প্রশাসক বলেন, বর্তমানে করোনার কারণে বিশ্বের পাশাপাশি দেশব্যাপী বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বেড়েছে। তাই আমাদের নিজেদের সুরক্ষিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা অবশ্যই পালন করতে পারলেই করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা সম্ভব। তিনি আরো বলেন গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। এসময় প্রশাসক জনস্বার্থে পূর্বদেশ পরিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশে থাকবে বলে আশা প্রকাশ করলে, পূর্বদেশ সম্পাদক তাঁর পত্রিকার পক্ষ থেকে রাষ্ট্রীয় ও জনকল্যানে সার্বিক সহযোগীতা করবে বলে উল্লেখ করেন।