মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মিশ্রিত ৬ মন মাছ ধ্বংস

হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মিশ্রিত ৬ মন সামুদ্রিক মাছ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইসলামিয়া হাটে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

মোহাম্মদ রুহুল আমিন বলেন, বাজারে ক্ষতিকর রঙ মিশিয়ে মাছ বিক্রি করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন এক ব্যক্তি। এর সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনাকালে দুপুরে বাজার পর্যবেক্ষণ করা হয়। অভিযানের এক পর্যায়ে মাছে ক্ষতিকর কাপড়ের রঙ মেশানোর প্রমাণ পাওয়া যায়। পরে লাল রঙ মিশ্রিত সামুদ্রিক মাছ ধ্বংস করা হয়। তবে রঙ মিশ্রিত কর্মচারীর বয়স ১৮ না হওয়ায় তাকে কোনো সাজা দেয়া যায়নি বলে জানান তিনি।