লাঠিপেটা করে প্রেসক্লাব থেকে উঠিয়ে দেয়া হলো শিক্ষক-শ্রমিকদের

জাতীয় প্রেসক্লাবের সামনে বেশ কদিন ধরে অবস্থান করে আসছিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, প্রাইমারীতে প্যানেল প্রাত্যাশী, তাজরিন গার্মেন্টের শ্রমিকসহ বেশ কয়েকটি পক্ষ। তাদের চলমান আন্দোলনে লাঠিপেটা করে উঠিয়ে দেবার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ সোমবার ভোররাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে জানায়, আন্দোলনকারীদের উঠিয়ে দেয়া হয়েছে।
প্যানেল প্রত্যাশী আন্দোলনের সমন্বয়ক আবু হাসান বলেন, ভোররাতে আমাদের প্রেসক্লাবের সামনে অতর্কিত হামলা করে পুলিশ। দুপাশ থেকে তারা পানি মেরে লাঠিপেটা করতে থাকে। কোন কথা না বলেই তারা আঘাত করে। এরপর আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। আমাদের প্রায় ১০ জন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, আমরা এর প্রতিবাদে আজ বিকালে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করছি।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার আন্দোলনকারী শিক্ষক কাজী মোখলেছুর রহমান জানান, রাতে হঠাৎ সেখানে পুলিশ এসে তাদের গায়ে পানি মারে। এরপর লাঠিপেটা করতে থাকে।
তাজরীন ফ্যাশনস লিমিটেডের আহত শ্রমিক কামাল মৃধা জানান, পুলিশ ঘুমন্ত শ্রমিকদের কাউকে কাউকে লাথিও মারে।
এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন মুন্সী জানান, কর্তৃপক্ষের নির্দেশে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আন্দোলনরত ব্যক্তিদের সরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই।