মহসিন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

 

মহসিন কলেজের প্রতিবাদ সমাবেশকুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগও বিক্ষোভ করেছে। দুপুর ১২টায় কলেজের ক্যাম্পাসে মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেন। মিছিলটি দেব পাহাড়, কেয়ারি মোড়, গণি বেকারি ঘুরে ক্যাম্পাসের মেইন গেটে এসে মিলিত হয়।
সমাবেশ থেকে ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে মহসিন কলেজ ছাত্রলীগ।

মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন বলেন, ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটল। এদিকে শনিবার সন্ধ্যায় ভাস্কর্যটির সামনে মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। জাতির পিতার ভাস্কর্যের ওপর যারা আঘাত হানার দুঃসাহস দেখায়, তাদের প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। এ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে আমরা যেকোনো মূল্যে প্রতিহত করব।

উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগের নেতা তাফহিমুল ইসলাম সোহেল, মিনহাজ তালুকদার, তৌহিদুল হক কায়ছার, মীর মোহাম্মদ শাফায়েত,সাফায়েত ফাহিম,ইমরান হোসেন ইমন, আবদুর রাকিব, যুবরাজ দাশ, আনিসুর রহমান, আব্দুল্লাহ আল হোসাইন, হামীম আল আবির, হাসান ইমন, মুহাম্মদ জুবায়েদ, রাহুল দে, আব্দুল্লাহ আবির প্রমুখ।