চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ। রোববার (০৬ ডিসেম্বর) আলাদা বিক্ষোভ মিছিল করে তারা।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ হোস্টেল গেট থেকে শুরু করে গণি বেকারি, দেবপাহাড়, গোলজার মোড় প্রদক্ষিণ করে কলেজের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কঠোরভাবে উগ্রবাদীদের দমন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাইমন, সোহেল রানা, অর্নব দেব, আরাফাত জয়, সাইফুল ইসলাম রাজ, সাফায়েত হোসেন রাজু, জামশেদ উদ্দীন, মোহাম্মদ জুবায়ের, জিবরান ইসলাম রুমি, মইনুল হক সাব্বির, মুজাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কায়েস মাহামুদ, মো আক্কাস, আবু তোরাব, এসএইচ রিফাত, আকবর খান, গোবিন্দ দত্ত, মেহরাজ সিদ্দিকী পাভেল, ইরফান চৌধুরী, আমিনুল ইসলাম রাশেদ, মো. রিয়াজ, প্রান্ত চৌধুরী, ইমরুল কায়েস, মো. মুস্তাকিম, রিয়াদ বিন রোহান প্রমুখ। উপস্থিত ছিলেন বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ফারদিন ফারহান, হাবিবুর রহমান রাসেল, হামিম রাফসান, প্রবর্তক কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল ইমরান, সঞ্জয় দাস প্রমুখ।