কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ২

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে শহরের একটি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আবু বকর ও নাহিদ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ঘটনায় রবিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে, খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম রাহাত জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেছে। শিগগিরই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। শনিবার রাত সাড়ে ১১ টায় বিষয়টি তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়