লোহাগাড়ায় শীতবস্ত্র দিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীত মৌসুম এলেই দরিদ্র ও অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও শীত নিবারণ যেন তাদের অতীব জরুরী হয়ে পড়ে। ফলে চলতি শীত মৌসুমে শীতার্ত মানুষের কষ্টের জীবন বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে প্রাথমিক পর্যায়ে লোহাগাড়ার ১০০ জন ছিন্নমুল, গরীব ও অসহায় শীতার্ত ব্যাক্তির মাঝে শীতবস্ত্র হিসেবে স্যুইটার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে এসব শীতবস্ত্র বিতরণ করেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম বিজয়, রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক তামরিনুল ইসলাম তামরিন, ধর্ম বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম তানিম, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাওন, ছাত্রলীগ নেতা রিয়াদ, মান্না ও বাবু। ছবি : লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে শীতবস্ত্র বিতরণ করছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।