যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা কমিটি গঠন

সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক ইউনুস আলী
 
গণপরিবহনে যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা-অরাজকতার প্রতিরোধে এবং খুলনা জেলার সড়ক, রেল, নৌ ও আকাশ পথে যাত্রী সাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের একমাত্র নিবন্ধিত জাতীয় সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে প্রকৌশলী রফিকুল আলম সরদারকে সভাপতি এবং জি. এম. ইউনুস আলীকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি যথাক্রমে অধ্যাপক এম. এ. মান্নান বাবলু, ড. মোঃ হারুনর রশিদ, প্রকৌশলী এস এম আমজাদ হোসেন, আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, আলহাজ্ব মোঃ জাহিদ হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল ও সাবেক সেনা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হক ও মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, উপ-প্রচার সম্পাদক ফারহানা আফরোজ, অর্থ সম্পাদক এম ডি আশরাফ হোসেন, উপ-অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন, দফতর সম্পাদক মোঃ রাশেদ রানা, উপ-দফতর সম্পাদক রাজিয়া সুলতানা সোনিয়া, ক্রীড়া সম্পাদক এ্যাড. মোঃ হাবিবুর রহমান মিজি, উপ-ক্রীড়া সম্পাদক আল  মামুন বাদল, সমাজ সেবা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান জিনাত, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক বিমল মল্লিক, উপ-ত্রাণ ও দূর্যোগ সম্পাদক শেখ মাঈনুল ইসলাম জুয়েল, উন্নয়ন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, তথ্য সম্পাদক কাজী তারিক আহম্মদ, আপ্যায়ন সম্পাদক অসীম কুমার বিশ্বাস, উপ- আপ্যায়ন সম্পাদক জাহিদুর রহমান উজ্জ্বল এবং নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ মিসকাত হোসেন, ইঞ্জিনিয়ার দেবপ্রতীম হাওলাদার, বিকাশ চন্দ্র সরকার, মিঠুন কুমার ঘোষ, সুনীল বিশ্বাস, উৎপল জোদ্দার ও তানভীর আহমেদ তপন।