অসুস্থ কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের শয্যাপাশে ড. নদভী এমপি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন রাত সাড়ে ৭টার দিকে ম্যাক্স হাসপাতালে তাঁকে দেখতে যান সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ সময় সাংসদ নদভী আমিনুল ইসলামের শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এমপি নদভী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, আমিনুল ইসলাম আমিন সাতকানিয়ায় কয়েকটি অনুষ্টানে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। শুক্রবার সকালে হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে একইদিন সকাল ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। ##