দেশে স্মার্টফোনের বিক্রি প্রায় আড়াই গুণ বেড়েছে

মাত্র এক প্রান্তিকের ব্যবধানে দেশে স্মার্টফোনের বিক্রি প্রায় আড়াই গুণ বেড়েছে।

বছরের তৃতীয় প্রান্তিক, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের হিসাবে দেশে স্মার্টফোন বিক্রি হয়েছে ৩২ লাখ ৬৩ হাজার ৭০৫টি।

যেখানে দ্বিতীয় প্রান্তিকে, এপ্রিল, মে, ‍জুনে এই সংখ্যা ছিলো ১৩ লাখ ৯১ হাজার ৮৮১টি। বছরের প্রথম প্রান্তিকে যা ছিলো ১৪ লাখ ৩৫ হাজার ৮৮১ টি।

করোনার কারণে বিশ্বব্যাপী ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোনের বাজার বেশ পড়ে গেলেও বাংলাদেশের বাজার ছিলো জমজমাট। আর তৃতীয় প্রান্তিকে এসে এর উল্লম্ফন ঘটেছে।

একটি আন্তর্জাতিক স্বীকৃত পরামর্শক ও বাজার গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে দেখে স্মার্টফোন বাজার দখল ৩২ শতাংশ। এর আগের প্রান্তিকে এটি ছিলো ২৬ শতাংশ। বছরের শুরুতে যা ছিলে মাত্র ২০ শতাংশ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে বলছেন, এই পরিসংখ্যানে বোঝা যায় যে, দেশে অনেক বড় একটা ডিজিটাল রূপান্তর ঘটেছে।

‘করোনার মতো পরিস্থিতিতে দেশের ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। পরিবর্তিত পরিস্থিতিতে ডিজিটাল জীবনযাপনে বাংলাদেশের মানুষ দ্রুত নিয়েছে। মানুষ স্মার্টফোনে ক্লাস করেছে, কেনাকাটা করেছে, সরকারি সেবা নিয়েছে, লেনদেন করেছে- এমন অসংখ্য কাজ করেছে।’ বলছিলেন তিনি।