ফেইসবুকের ক্রিপ্টোকারেন্সি লিব্রার নাম এখন ডিএম

ফেইসবুকের ক্রিপ্টোকারেন্সি লিব্রার নাম এখন ডিএম। পরিবর্তিত নামে ক্রিপ্টোকারেন্সিটি চালু হবে আগামী জানুয়ারিতে।

আপাতত এই প্রোজেক্ট সুইজারল্যান্ডভিত্তিক ফাইন্যান্সিয়াল মার্কেট সুপারভাইসরি অথোরিটি (এফআইএসএমএ) এর অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে। ডিএমের মূল্য হিসাব করা হবে মার্কিন ডলারে।

দেড় বছর আগে লিব্রা দেখভালের জন্য ২৭টি কোম্পানির সমন্বয়ে গঠিত হয় লিব্রা অ্যাসোসিয়েশন। পরবর্তীতে ভিসা, মাস্টারকার্ড, স্ট্রিপ, মেরকাডো পেগো, পেপ্যাল ও ইবের মতো বড় বড় কোম্পানি প্রকল্পটি থেকে সরে আসে। লিব্রা অ্যাসোসিয়েশনের নাম এখন ডিএম অ্যাসোসিয়েশন।

ডিএম অ্যাসোসিয়েশনের সিইও স্টুয়ার্ট লিভে জানিয়েছেন, ফেইসবুক থেকে স্বাধীন হওয়া এবং আগের সব বিতর্ক চাপা দিতেই নাম পরিবর্তন করা হয়েছে। ৬ মাস আগে ফেইসবুকের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ক্যালিব্রার নাম পরিবর্তন করে রাখা হয় নোভি।

ডিজিটাল মুদ্রা ডিএম দিয়ে ফেইসবুকের কোটি কোটি ব্যবহারকারী অনলাইনে অর্থ লেনদেন করতে পারবে। ক্রিপ্টোকারেন্সি মুদ্রার দাম যাতে অস্বাভাবিকভাবে ওঠানামা না করে তা নিশ্চিত করতেই কাজ করবে ডিএম অ্যাসোসিয়েশন।