তদন্ত সংস্থা হয়রানি করছে: গোলাম সরওয়ার

অপহরণ থেকে মুক্তি পাওয়ার পর কোতোয়ালী থানায় মামলা করেন সাংবাদিক গোলাম সরওয়ার। এরপর থেকে তদন্ত সংস্থা তাকে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন গোলাম সরওয়ার।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সরওয়ার বলেন, অপহরণের পর একটি ঘরে যেভাবে নির্যাতন করা হয়েছে তা আমার চোখে এখনও ভাসে। আমি চাই না, আমার মতো আর কোনো সাংবাদিক এ ধরনের ঘটনার সম্মুখীন হোক। শুধু চাই, সুষ্ঠু বিচার হোক। আমাকে যেনো আর হয়রানি করা না হয়।

তিনি বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। অপরাধীরা ধরা পড়ুক। তাদের বিচারের আওতায় আনা হোক।

চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামশেদ রেহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব কাজী মহসিন।