কৃষি জমি ভরাট করে স্থাপনা নির্মানে ফসল উৎপাদন ব্যহত

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ সরকারী নিদের্শ ও সাংসদ ফজলে করিম চৌধুরীর নিদের্শনাকে উপেক্ষা করে রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হচ্ছে ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্টান । কৃষি জমি ভরাট করে ঘরবাড়ী নির্মান করায় কৃষি জমির পরিমান কমছে ।

কৃষি জমিমাটি ভরাট করে অপরিকল্পিত ভাবে ঘর বাড়ী ব্যবসা প্রতিষ্টান নির্মান করায় বর্ষার মৌসুমে বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি চলাচলে প্রতিবন্দ্বকতা সৃষ্টি হয়ে জলবদ্বতা হয়ে এলাকার মানুষের ঘরবাড়ী, ফসলী জমি জনগনের চলাচলের সড়ক পানিতে ডুবে গিয়ে এলাকার সাধারিন মানুষদেরকে চরম দুভোর্গ পোহাতে হয় । সরেজমিনে পরিদর্শন কালে দেখা গেছে, রাউজান উপজেলার হলদিয়্ াইউনিয়নের গর্জনিয়া, উত্তর সর্তা, এয়াসিন নগর, জানিপাথর, ডাবুয়া ইউনিয়নের পুর্ব ডাবুয়া, হাসান খীল, কান্দী পাড়া, সুড়ঙ্গা, হিংগলা, কলমপতি, দক্ষিন হিংগলা, রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা, অংকুরী ঘোনা, ২নং ওয়ার্ডের দক্ষিন গহিরা, মোবারক খীল, ৩নং ওয়ার্ডের গহিরা মাইজপাড়া, গহিরা চৌমুহনী, পুর্ব গহিরা, কুন্ডেশ^রী, ৪নং ওয়ার্ডের জানালী হাট, সুলতানপুর কাজী পাড়া, দাইয়্যার ঘাটা, ৫নং ওয়ার্ডের বণিক পাড়া, বেরুলিয়া, নন্দীপাড়া, বাচাঁমিয়ার দোকান, স্বপনের দোকান, ৬নং ওয়ার্ডের সুলতানপুর ছিটিয়া পাড়া, পাইপের গোড়া, নাজির বাড়ীর পাশে, ৭নং ওয়ার্ডের দলিলাবাদ, ছত্র পাড়া, সাহানগর, ৮নং ওয়ার্ডের দাশ পাড়া, শরীফ পাড়া, ঢেউয়া পাড়া, জলিল নগর বাস ষ্টেশন, গনিহাজী পাড়া, রাউজান সুরেশ বিদ্যায়তন এলাকা, ৯নং ওয়ার্ডের আইলী খীল, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নদীম পুর, পশ্চিম নদীম পুর, নোয়াজিশপুর, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতোয়ালী ঘোনা, কাজী পাড়া, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, ইদিলপুর, জাম্মইন, কাগতিয়া বাজার, পশ্চিম বিনাজুরী, ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, রাণী পাড়া,শমশের নগর, কেউটিয়া, জয়নগর বড়ুয়া পাড়া, রশিদের পাড়া, হরিশখান পাড়া, খলিলাবাদ, মোহাম্মদ পুর, পশ্চিম রাউজান জারুল তলা, ৮নং কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, জয়নগর বড়ুয়া পাড়া, ভোমর পাড়া, পশ্চিম কদলপুর, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, পাহাড়তলী চৌমুহনী, মহামুনি, শেখ পাড়া, খান পাড়া দেওয়ান পুর, বদুপাড়া,দমদমা, পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধার মানিক, পশ্চিম আধার মানিক, হোয়ারা পাড়া, বড়ঠাকুর পাড়া, পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া, কাসেম নগর, মজিদা পাড়া, ডোমখালী,মগদাই, বদু মুন্সি পাড়া, সরকার পাড়া, উরকিরচর ইউনিয়নের মইশকরম, হারপাড়া, উরকিরচর, আবুরখীল, খলিফার ঘোনা, নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন, উভলং, পালেঅয়ান পাড়া, সামমাহলদার পাড়া, শেখ পাড়া, পটিয়া পাড়া, নোয়াপাড়া পথের হাটের পুর্ব পাশে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে । বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচঁখাইন, কোয়ে পাড়া এলাকা সমুহের কৃষি জমিতে মাটি ভরাট করে ঘর বাড়ী, ব্যবসা প্রতিষ্টান নির্মান করা হয়েছে গত কয়েক বৎসর ধরে। এখনো চলছে কৃষি জমি মাটি ভরাট করে ঘর বাড়ী ও ব্যবসা প্রতিষ্টান নির্মান করার প্রচেষ্টা। রাউজানের ডাবুয়া ইউনিয়নের মেম্বার নাজিম উদ্দিন তার বাড়ী কান্দি পাড়ার পাশে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের পাশে কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করছেন পাকাঘর, রাউজান পৌরসভার বাচাঁ মিয়ার দোকানের পুর্বে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের পাশে কৃষি জমি মাটি ভরাট করেছেন হলদিয়ার মুছা নামের এক ব্যক্তি । রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিন হিংগলা এলাকায় দক্ষিন হিংগলা কলমপতি সড়কের পাশে কৃষি জমি মাটি ভরাট করে ঘরবাড়ী নির্মান করার জন্য প্রস্তুত করেছে শামশুদৌহা, ফরিদ, এানাম, সহ বেশ কিছু ব্যক্তি। গত ৩০ নভেম্বর সোমবার রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী রাউজানে কোন কৃষি জমি মাটি ভরাট করে ঘর বাড়ী নির্মান ও ব্যবসা প্রতিষ্টান নির্মান করতে পারবেনা বলে তার বক্তব্যে বলেন। সভায় উপস্থিত রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কৃষি জমি ভরাট বন্দ্ব করার জন্য নির্দেশ প্রদান করেন । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে কোন কৃষি জমি মাটি ভরাট করে ঘরবোড়ী ও ব্যবসা প্রতিষ্টান নির্মান করতে দেওয়া হবেনা । কেহ কৃষি জমি ভরাট করলে তার বিরুদ্বে আইনগতঃ ব্যবস্থা গ্রহন করা হবে । রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাউজানে সর্বমোট কৃষি জমির পরিমান ১ হাজার ৩শত ৮ হেক্টর । ১ হাজার ৩শত ৮ হেক্টর জমির মধ্যে ৩শত ৪০ হেক্টর কৃষি জমি অনাবাদী হয়ে পড়ে রয়েছে । কৃষি জমি মাটি ভরাট করে ঘর বাড়ী, ব্যবসা প্রতিষ্টান নির্মান করা জমির পরিমান বেশী হলে ও উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ জানান, গত ২০১৭, ২০১৮, ২০১৯ সালে রাউজানে ২ হ্ক্টের কৃষি জমি মাটি ভরাট করে স্থাপনা নির্মান করা হয়েছে ।